দুর্নীতি বন্ধের ফর্মূলা দিলেন এমপি মোকাব্বির

নিউজ ডেস্ক:,

  • প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ৭:২৮ অপরাহ্ণ

দেশে দুর্নীতি ও লুটপাট বন্ধের উপায় দেখালেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান। তার এই ফর্মূলায় দুর্নীতি বন্ধ না হলে তিনি পদত্যাগ করবেন বলেও জানান। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে গণফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আবরার হত্যার বিচারের দাবি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। লিখিত বক্তব্য পাঠ করে দলের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে দলের নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, মেসবাহ উদ্দীন আহমদ, আমীন আমহদ আনসারী, মোশতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মোকাব্বির খান বলেন, দেশের শীর্ষ ১২ জন দুর্নীতিবাজকে ধরে যুদ্ধাপরাধীদের মতো বিচার করে ফাঁসি দিলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। যদি না হয়, অবশ্যই আমি পদত্যাগ করবো। মডি লেভেল বা চতুর্থ ও ৫ম স্তরে দুর্নীতি বিরোধী অভিযান চালিয়ে কিছু হবে না।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...