আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিয়ানীবাজারে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার,

  • প্রকাশিত: ১০ অক্টোবর ২০১৯, ১১:২৮ অপরাহ্ণ

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচার ও দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে সিলেটের বিয়ানীবাজারে নিপীড়ন বিরোধী ছাত্র-জনতার ব্যানারে মশাল মিছিল অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে আবারো পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবুল কাসেম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বিয়ানীবাজার আর্দশ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়ছল আহমদ, কুড়ারবাজার কলেজের প্রভাষক বিজিত আর্চায, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সভাপতি ফারাজ আবীর।

সভায় উপস্থিত ছিলেন যুবনেতা আব্দুল ওয়াদুদ, দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আকছার হোসেন,যুবনেতা আব্দুর রহমান, আবুল হাসান, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সুজন দাস,সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক হিমেল,শিক্ষা সম্পাদক হরিশ চন্দ্র প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে একটি ফেসবুক পোস্ট প্রদান করায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে হত্যা করার মাধ্যমে প্রমাণিত হয় দেশ একটি অমানবিক রাষ্ট্রে পরিণত হয়েছে, বর্তমানে এখানে মত প্রকাশের কোন স্বাধীনতা নেই।

বক্তারা আরো বলেন- গুম, খুন এখন নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছাত্ররা যেখানে নিরাপদে শিক্ষা গ্রহণ করবে,তাদের মেধা বিকাশের সকল কার্যক্রম তারা নির্বিঘ্নে পরিচালনা করবে সেখানে ছাত্রলীগ নামক ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের টর্চারসেলের নির্যাতনে সকল কার্যক্রম স্তিমিত হয়ে পড়ছে,ফলে দেশ ক্রমান্বয়ে এক ভয়ানক অবস্থার দিকে ধাবিত হচ্ছে।

এসময় বক্তারা বলেন- এ অবস্থা থেকে দেশকে অবশ্যই উদ্বার করতে হবে, আর তাতে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে বাম প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলোকে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...