সব
হেলাল আহমদ,লেবানন থেকে
লেবাননে বিএনপির চার নেতা বহিষ্কার । দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন কেন্দ্রীয় কমিটির অন্তর্ভূক্ত সাইদা শাখা কমিটির সভাপতি আলামিন, আলগাজিয়া শাখা কমিটির সভাপতি রিপন মাহমুদ, জুনি শাখা কমিটির সাধারণ সম্পাদক রাফি সরকার ও নাকাশ আদবাইয়া শাখা কমিটির সভাপতি ফারুক গাজিকে লেবানন বিএনপির সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার লেবানন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মজিবুল হক মজিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়।
দলীয় সূত্র জানা যায় গত ৭ অক্টোবার ঔ ৪ নেতাকে লেবানন বিএনপির পক্ষ থেকে ৭২ ঘন্টা সময় বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। এরপর ঐ ৪ নেতা দলীয় নোটিশকে পাত্তা না দিয়ে দলের নেতাদের বিরুদ্ধে সুশ্যাল মিডিয়ার অপপ্রচার চালায়। এরি প্রেক্ষিতে লেবানন বিএনপির সকল পদ থেকে তাদের অব্যাহতি দিয়ে দল বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।
এই চার জনের সাথে লেবানন বিএনপির কোন সম্পর্ক থাকবেনা বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03