আল্লামা গহরপুরীর ভাতিজা মুফতি মিসবাহ উদ্দিন অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯, ৮:৩৭ অপরাহ্ণ

উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা নুর উদ্দিন আহমদ গহরপুরী (রহ.) এর ভাতিজা ও  জামাতা, হাফিজ মাওলানা মুফতি মিসবাহ উদ্দিন শাহনাজের সুস্থতা কামনায় জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসা মসজিদে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২অক্টোবর) বাদ মাগরিব এলাকার সর্বস্তরের মুসল্লিদের অংশ গ্রহণে  অনুষ্ঠিত বিশেষ এ দোয়ায় মোনাজাত পরিচালনা করেন জামিয়ার শিক্ষাসচিব হাফিজ মাওলানা আনোয়ার হোসেন শরীয়তপুরী।

উল্লেখ্য, হাফিজ মাওলানা মুফতি মিসবাহ উদ্দিন শাহনাজ গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হলে তাঁকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার (১১ অক্টোবর ) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, তিনি লিভার ও কিডনি জনিত সমস্যায় ভুগছেন।

এই সম্পর্কিত আরও খবর...