ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার সময় আবারও বাড়ল

প্রবাস ডেস্ক,

  • প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ৭:০৩ অপরাহ্ণ

ইতালিতে বাংলাদেশের নাগরিকদের প্রবেশের নিষেধাজ্ঞা আরেক দফায় বাড়ানো হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। ইতালি সরকার এ সংক্রান্ত একটি আদেশের মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করেন। স্থানীয় সময় গত শনিবার (৮ আগস্ট) আদেশটি জারি করা হয়।

প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে স্বাক্ষরিত আদেশটি রোববার (৯ আগস্ট) থেকে কার্যকর শুরু হয়। নতুন আদেশে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ দেশের নাগরিকরা ইতালিতে প্রবেশ করতে পারবেন না। ইতালিতে দ্বিতীয় ধাপে করোনার ভয়াল আঘাত থেকে রক্ষা পেতে সরকার এ সিদ্ধান্ত নেন। নতুন এ আদেশে আফ্রিকার দেশ আলজেরিয়াকে এ তালিকা থেকে বাদ দেয়া হলেও বাংলাদেশসহ বাকি ১৬টি দেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা ১০ আগস্ট থেকে বাড়িয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...