ওসমানী হাসপাতালের ল্যাবে ১৫ করোনা শনাক্ত : শাবি’র ল্যাবে ৪০

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০, ৫:৪৯ পূর্বাহ্ণ

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ফলে এই ল্যাবে করোনা শনাক্তের হার হঠাৎ করেই হ্রাস পেয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) ২৮১ জনের পরীক্ষায় এই ১৫ জনের করোনা শনাক্ত হয়। তথ্য নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্ত হওয়ারা সিলেট ও মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।
তিনি জানান, শাবির ল্যাবে শুক্রবার ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪০ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জ জেলার ২৩ জন ও হবিগঞ্জের ৪জন রয়েছেন।

ফলে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ২৩০ জনের।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...