সব
আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের ভ্যাকসিনের উৎপাদন শুরু করা হয়েছে। চলতি মাসের শেষের দিকেই এটি প্রয়োগের জন্য পাওয়া যাবে।
করোনাভাইরাস প্রতিরোধে রাশিয়ার আবিষ্কৃত ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে দেশটি। শনিবার (১৫ আগস্ট) রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইনটেক্স।
এর আগে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়, দেশটির গামালেয়া ইনস্টিটিউট ভ্যাকসিনটি তৈরি করেছে। চলতি মাসের শেষের দিকেই এটি প্রয়োগের জন্য পাওয়া যাবে।
এর মধ্যে আবার অনেক গবেষক আশঙ্কা করছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনটি চূড়ান্ত করতে জনস্বাস্থ্যের নিরাপত্তার চেয়ে হয়তো জাতীয় মর্যাদাকে প্রাধান্য দিয়েছে রাশিয়া।
Developed by:
Helpline : +88 01712 88 65 03