সিলেট বিভাগে আরও ৭৫ জনের করোনা শনাক্ত

সিলেট অফিস,

  • প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০, ৪:৪৫ পূর্বাহ্ণ

সিলেট বিভাগের চার জেলায় ২৪ ঘণ্টায় আরও ৭৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩০৪ জনে।

শনিবার (১৫ আগস্ট) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ৩৯ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৩৬ জন এবং মৌলভীবাজার জেলার ৩ জন।

একই দিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শনিবার শাবির ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৬ জন, হবিগঞ্জের ২০ জন ও সিলেট জেলার ১০ জন।

এ নিয়ে সিলেটে ৪ হাজার ৯৯৮, সুনামগঞ্জে ১ হাজার ৭৪৯, হবিগঞ্জে ১ হাজার ৩৭৪ এবং মৌলভীবাজারে ১ হাজার ২২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে ৪ হাজার ৪০২ জন সুস্থ হয়েছেন।

এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৬৭ জন। এর মধ্যে সিলেটের ১২১ জন, সুনামগঞ্জে ১৮ জন, হবিগঞ্জে ১১ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...