যুদ্ধাপরাধীদের ফিরিয়ে নিতে বৃটিশ সরকারের সঙ্গে যোগাযোগের আবেদন

মতিয়ার চৌধুরী, লন্ডন,

  • প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ১২:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইবোনালে দন্ডিত কুখ্যাত যুদ্ধাপরাধী চৌধুরী মঈনুদ্দিনসহ বৃটেনে বসবাসরত অন্তত ২০ জন অভিযুক্ত যুদ্ধাপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে নিতে বৃটিশ সরকারের স্বরাষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কার্যকর যোগাযোগ শুরু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ইউকে শাখা।

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক স্মারকলিপিতে এই আহ্বান জানায় ইউকে নির্মূল কমিটি। সোমবার সংগঠনের বৃটেন শাখার দুই সহসভাপতি সৈয়দ এনামুল ইসলাম ও হরমুজ আলী এবং সাধারণ সম্পাদক জামাল খানের সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি প্রতিনিধিদল হাই কমিশনার সাইদা মুনা তাসনিমের সঙ্গে সাক্ষাত করে প্রধানমন্ত্রী বরাবরে এই স্মারকলিপি পেশ করেন।

স্মারকলিপিতে বলা হয়, সুবর্ণ জয়ন্তী সামনে রেখে বৃটিশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করার এক অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশের। এই সুযোগকে কাজে লাগিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ও দন্ড কার্যকর করে ৭১ এর মুক্তিযুদ্ধে স্বজন হারানো পরিবারগুলোকে কিছুটা হলেও শান্তনা দিতে পারে বাংলাদেশ সরকার।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...