ভারত-পাকিস্তান সীমান্তে বিএসএফের গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক,

  • প্রকাশিত: ২২ আগস্ট ২০২০, ৭:২৩ অপরাহ্ণ

ভারত-পাকিস্তানের পাঞ্জাব সীমান্তে ‘অনুপ্রবেশের চেষ্টাকালে’ ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। বিএসএফের দাবি, তারা ভারতে ‘অনুপ্রবেশের’ চেষ্টা চালাচ্ছিলেন।

শনিবার (২২ আগস্ট) ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিএসএফ জানিয়েছে, শনিবার ভোর পৌনে ৫টার দিকে পাঞ্জাবের তারণ তারাণ জেলার খেমকরনে ভারত-পাকিস্তান সীমান্ত দিয়ে ৫ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল।

সে সময় বিএসএফের টহল দল অনুপ্রবেশকারীদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে তারা সতর্ক হয়ে যায়। বিএসএফের দাবি, টহল দলটিকে দেখামাত্রই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে অনুপ্রবেশকারীরা।

এ সময় দু’পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। আত্মরক্ষার্থে বিএসএফ জওয়ানরা গুলি ছুড়লে পাঁচ অনুপ্রবেশকারীর মৃত্যু হয় বলে বিএসএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গোলাগুলির পর পুরো এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে জওয়ানরা।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...