শিশুদের মাস্ক পরা নিয়ে নতুন নির্দেশনা

স্বাস্থ্য ডেস্ক,

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ১২:৩১ অপরাহ্ণ

১২ বছরের বেশি বয়সী শিশুদের মাস্ক পড়া উচিত, যা প্রাপ্ত বয়স্কদের অভ্যাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ। এবার এমন দিকনির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

নির্দেশনায় বলা হয়, কিশোর-কিশোরীরাও প্রাপ্তবয়স্কদের মতো অন্যকে করোনাভাইরাসে সংক্রমিত করতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলছে, পাঁচ বছর এবং এর কমবয়সী শিশুরা সাধারণত মাস্ক পরার কোনও প্রয়োজন নেই। ৬ থেকে ১১ বছরের শিশুদের পরিস্থিতি অনুযায়ী মাস্ক পরতে বলা হয়েছে। তবে প্রাপ্তবয়স্ককে শিশুদের ওপর নজর রাখতে হবে, যাতে তারা মাস্ক ব্যবহার নিরাপদভাবে করতে পারে।

এদিকে মাস্ক পরলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে এমন শিশুদের বয়স যেমনই হোক না কেন, তাদের মাস্ক ব্যবহারে বাধ্য করা উচিত নয় বলে জানানো হয়েছে। খেলা বা অন্যান্য শারীরিক পরিশ্রম করার সময়ও শিশুদের মাস্ক ব্যবহার করার দরকার নেই। কারণ এটি তাদের শ্বাস-প্রশ্বাসকে বাধাগ্রস্ত করতে পারে।

সূত্র : দ্য গার্ডিয়ান

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...