মিসবাহকে প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ৭:১৪ অপরাহ্ণ

পাকিস্তানের ক্রিকেটে প্রথমবারের মতো একই সঙ্গে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন মিসবাহ উল হক। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে সাবেক এই অধিনায়ককে।

এ ব্যাপারে ভারতীয় সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সেই কর্মকর্তা বলেছেন, ‘পিসিবি এখন মনে করছে, মিসবাহর ওপর থেকে বাড়তি কাজের বোঝা কমিয়ে দেয়াই ভালো হবে। যাতে করে সে তার প্রধান কোচের দায়িত্বে ভালোভাবে মনোযোগ দিতে পারে। কেননা আগামী তিন বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইসিসি ইভেন্ট রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান সম্প্রতি ইংল্যান্ড গিয়ে দেখে এসেছে কীভাবে একইসঙ্গে দুই দায়িত্ব সামলাচ্ছেন মিসবাহ। ওয়াসিম তখনই মিসবাহর সঙ্গে কথা বলে রেখেছেন, দলের জন্য একজন প্রধান নির্বাচক নেয়ার ব্যাপারে।’

এসময় নতুন প্রধান নির্বাচকের বিষয়ে ধারণা দিয়ে পিসিবি কর্মকর্তা বলেন, ‘মিসবাহকে দায়িত্ব দেয়ার সময় একটা সংশয় ছিল, একইসঙ্গে দুই দায়িত্ব পালন করতে পারবে কি না। এবার আমরা নতুন প্রধান নির্বাচক হিসেবে একজন সাবেক ফাস্ট বোলারকে দায়িত্ব দেয়ার কথা ভাবছি। তার সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...