চট্টগ্রাম বন্দরে হেলে পড়ল পানামার জাহাজ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ৮:৪২ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দরের ১১ নম্বর জেটিতে প্রায় ১ হাজার কনটেইনার নিয়ে একটি জাহাজ কাত হয়ে পড়েছে। পানামার পতাকাবাহী এই কনটেইনার জাহাজটির নাম ‘ওইএল হিন্দ’। রোববার ২৩ (আগস্ট) এ ঘটনা ঘটে।

খালি ও ভরা কনটেইনার দিয়ে লোড করার সময় জাহাজটি ভারসাম্য হারায়। এ কারণেই এটি কাত হয়ে যায় বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা।

বন্দরের এক কর্মকর্তা জানান, কনটেইনার লোড করার পর রোববার সকাল সাড়ে ৭টার দিকে ভারসাম্য হারিয়ে জেটির দিকে কাত হয়ে যাওয়ায় জাহাজটিকে বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়নি। পরে ২০টি কনটেইনার নামিয়ে ভারসাম্য ঠিক করে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর পরিচালক ট্রাফিক এনামুল করীম বলেন, ‘রোববার বিকাল পর্যন্ত চট্টগ্রাম বন্দর জাহাজটি ত্যাগ করেনি। যদিও এটি সকালে ছেড়ে যাওয়ার কথা ছিল। সৃষ্ট সমস্যার আনুসাঙ্গিক সমাধান হলেই বন্দর ছাড়বে জাহাজটি।’

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, ‘ইন্ডিপেনডেন্ট সারভেয়ার দিয়ে জাহাজটি সমুদ্রে চলাচলের উপযোগী এমন রিপোর্টের পর জাহাজটি বন্দর ত্যাগের অনুমতি দেওয়া হবে।’

জানা গেছে, ১৮৪ দশমিক ১০ মিটার লম্বা এবং সাড়ে ৮ মিটার ড্রাফটের জাহাজটির স্থানীয় এজেন্ট জিবিএক্স। জাহাজটিতে ৯৬৪টি কনটেইনার তোলা হয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...