হেরেও সেরা একাদশে নেইমার

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১:১৫ অপরাহ্ণ

নিজেদের ইতিহাসের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে একক আধিপত্য দেখিয়েছে বায়ার্ন মিউনিখ। ফুটবল ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে জিতে নিয়েছে এক আসরের সবগুলো ম্যাচই। সেরা একাদশেও দাপট হ্যান্সি ফ্লিক বাহিনীর।

গোলডটকমের বিচারে সেরা একাদশে জায়গা পেয়েছেন ক্লাবটির ৮ জন ফুটবলার। টুর্নামেন্টে রানারআপ হলেও পিএসজি থেকে সেরা একাদশে জায়গা পেয়েছেন কেবল নেইমার। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ড ও লিপজিগের একজন করে জায়গা পেয়েছেন সেরা একাদশে।

গোলডটকমের সেরা গোলকিপার বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। রাইটব্যাকে বায়ার্ন ডিফেন্ডার জসুয়া কিমিচ। সেন্ট্রাল ব্যাকে আরেক জার্মান ক্লাব লিপজিগের ডিফেন্ডার ডায়ট উপামেকানো। এছাড়া সেন্ট্রাল ব্যাকে আছেন বায়ার্ন মিউনিখের আরেক তারকা ডেভিড আলাবা।

চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশের লেফটব্যাকে আছেন বায়ার্ন মিউনিখের সাড়া জাগানো উইঙ্গার আলফোন্সো ডেভিস। রাইট উইংয়ে আছেন বায়ার্ন তারকা সার্জি গ্যানাব্রি। সেন্ট্রাল মিডফিল্ডে আছেন বায়ার্নেরই আরেকজন থিয়াগো আলকান্তারা। মিডফিল্ডের অন্যজনও বায়ার্ন মিউনিখের। তিনি থমাস মুলার।

গোলডটকম তাদের সেরা একাদশের লেফট উইংয়ে রেখেছে পিএসজি তারকা নেইমারকে। স্ট্রাইকিং পজিশনে অবধারিতভাবেই আছেন বায়ার্ন তারকা রবার্ট লেওয়ানডস্কি। সেরা একাদশের অন্য স্ট্রাইকার বরুশিয়া ডর্টমুন্ডের তারকা এর্লিং হ্যালান্ড।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...