ইতালিতে মানবদেহে করোনার টিকা প্রয়োগ শুরু

প্রবাস ডেস্ক,

  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০, ১১:৪৬ অপরাহ্ণ

করোনা মহামারিতে প্রায় বিপর্যস্ত ইতালিতে মানবদেহে করোনা ভাইরাসের টিকা প্রয়োগ শুরু হয়েছে। গত সোমবার থেকে দেশটির রাজধানী রোমের ‘স্পাল্লানজি’ হাসপাতালে ‘মেড ইন ইতালি’ খ্যাত টিকাটি নিবন্ধিত ব্যক্তিদের শরীরে প্রয়োগ করা হচ্ছে। লাতসিও’র বিভাগ প্রধান নিকোলা জিঙ্গারেত্তি এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, সকাল থেকে টিকা গ্রহণের জন্য নিবন্ধিত ব্যক্তিরা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন লোকজন হাসপাতালে উপস্থিত হতে থাকেন। প্রাথমিক অবস্থায় এক নারীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পারেন্সা বলেন, ‘আমরা প্রাথমিক অবস্থায় ৫০ বছর বয়সী এক নারীর অনুমতিতে তার শরীরে এ টিকা প্রয়োগ করেছি। এরপর আমরা তাকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের হেফাজতে রাখার ব্যবস্থা করি। পর্যায়ক্রমে আরো ১৮ থেকে ৫৫ বছর বয়সী ৯০ জন সেচ্ছাসেবীর শরীরে এ টিকা প্রয়োগ করা হবে।’

লাতসিও বিভাগের প্রধান নিকোলা জিঙ্গারেত্তি বলেন, ‘আমাদের এ টিকা করোনা প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা করছি। প্রাথমিক প্রয়োগে সফল হলেই খুব দ্রুত টিকাটি বাজারে আনা হবে।’ তিনি বলেন, ‘এ টিকা শুধু আমাদের জন্য নয়। সবারই এ টিকা পাওয়ার অধিকার রয়েছে।’

প্রায় ৫ মিলিয়ন ইউরো খরচ করে ইতালি ব্রিটিশদের পরিচালনায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এ টিকার আবিষ্কার করে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...