যুক্তরাষ্ট্রে আরও ১১শ’ মৃত্যু, অর্ধলক্ষ আক্রান্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ আগস্ট ২০২০, ৮:১০ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারি করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্ত ও প্রাণহানির মিছিল। দেশটিতে নতুন করে ১১শ’ মানুষের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্ত হয়েছেন আরও প্রায় অর্ধলক্ষ মানুষ। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। আর সুস্থতার হার অনেকটা আগের মতোই।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা হানা দিয়েছে ৪৬ হাজার ২৮৬ জন মানুষের দেহে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬০ লাখ ৪৬ হাজার ৬৩৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে প্রাণ ঝরেছে ১ হাজার ১৪৩ জনের। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১ লাখ ১৮৪ হাজার ৭৯৬ জনে ঠেকেছে।

অন্যদিকে, গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৩৪ হাজার ৭৯ জন। যেখানে পুনরুদ্ধার হওয়ার সংখ্যা ৩৩ লাখ ৪৮ হাজার ছুঁই ছুঁই। চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৬ লাখ প্রায় ৯৩ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৯১ জনের। সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৬ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১২ হাজার ৪৯৯ জনের।

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে ৬ লাখ ১২ হাজারের কাছাকাছি। ইতোমধ্যে সেখানে ১০ হাজার ৮৭৩ জনের মৃত্যু হয়েছে করোনায়। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ সাড়ে ৬৩ হাজারের বেশি। এর মধ্যে ৩২ হাজার ৯৯৪ জনের মৃত্যু হয়েছে।

জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ সাড়ে ৬৩ হাজার। মৃত্যু হয়েছে সেখানে ৫ হাজার ৩৯৩ জন মানুষের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ২৯ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ১৮৬ জন।

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ সাড়ে ৯৬ হাজারের অধিক। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২৬ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

এছাড়া, অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...