আবারও হাসপাতালে ভর্তি ফারুক

বিনোদন ডেস্ক

  • প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০, ১:২৯ পূর্বাহ্ণ

মাঝে অসুস্থ থাকায় কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। এরপর সুস্থ হয়ে বাসায় ফিরে যান। সপ্তাহখানেক বাসায় থাকার পর আবারো অসুস্থ হয়ে পড়েছেন এই নায়ক।

গতকাল রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, রাতে জ্বর বাড়লেও এখন কিছুটা কমেছে।

এর আগেও প্রচণ্ড জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফারুক। চিকিৎসকরা শুরুতে করোনা হতে পারে ধারনা করলেও পরে ফলাফল নেগেটিভ আসে।

এই সম্পর্কিত আরও খবর...