বলিউড ইন্ডাস্ট্রি ভালো জায়গা!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২০, ৩:৫৭ অপরাহ্ণ

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের নানা অসঙ্গতি উঠে আসছে। স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব ছাড়াও সম্প্রতি তারকাদের মাদকের ব্যবহার নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তবে অভিনেতা জন আব্রাহাম মনে করেন বলিউড মোটেও খারাপ জায়গা নয়।

এক সাক্ষাৎকারে জন আব্রাহাম বলেন, ‘কিছু মানুষ জায়গা করে নিচ্ছে, কিছু পারছে না। সবদিক থেকে বিবেচনা করলে, বলিউড ইন্ডাস্ট্রির সকলেই খুবই দয়ালু ও ভালো। বর্তমানে ইন্ডাস্ট্রি সম্পর্কে যা বলা হচ্ছে আমি এর সঙ্গে একমত নই। আমি মনে এটি অতটা খারাপ নয়, বরং ভালো জায়গা।’

তিনি আরো বলেন, ‘যদি প্রশ্ন করা হয় ইন্ডাস্ট্রির কারো কাছ থেকে আমি সুবিধা পেয়েছি কিনা? উত্তরে বলব, হ্যাঁ। আবার আমার প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় বহিরাগত অনেককে সুযোগ দিয়েছি। আমি দুই স্থানেই আছি। আর ভালো-মন্দ নিয়ে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এখানে সবাই একা। প্রত্যেকের নিজের পথ নিজেকেই তৈরি করতে হয়।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...