আইপিএল থেকে এবার নাম সরিয়ে নিলেন মালিঙ্গা

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৬ পূর্বাহ্ণ

ভারতীয় ব্যাটসম্যান সুরেশ রায়নার পর এবার ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন লাসিথ মালিঙ্গা। তাই এবার তাকে ছাড়াই আইপিএলে মাঠে নামতে হবে মুম্বাই ইন্ডিয়ানসকে। তার বদলি হিসেবে অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনকে দলে নিয়েছে তারা।

মালিঙ্গার না খেলা নিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের মালিক আকাশ আম্বানি বলেছেন, ‘লাসিথ একজন কিংবদন্তি, মুম্বাইয়ের শক্তির অন্যতম উৎস। এই মৌসুমে তার ক্রিকেটীয় সক্ষমতার প্রদর্শন নিঃসন্দেহে মিস করবো। তবে লাসিথের এখন শ্রীলঙ্কায় তার পরিবারের সাথে থাকার গুরুত্বও আমরা বুঝি।’ আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ১৭০ উইকেট পাওয়া বোলার হচ্ছেন মালিঙ্গা।

গত মৌসুমে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফাইনালে শেষ ওভারে দারুণ বোলিং করে মুম্বাইকে চতুর্থ আইপিএল শিরোপা এনে দিয়েছিলেন তিনি। শেষ বলে চেন্নাইয়ের ২ রান প্রয়োজন ছিল। মালিঙ্গা ওই বলে শারদুল ঠাকুরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে মুম্বাইয়ের শিরোপা নিশ্চিত করেন।

গত মার্চে মালিঙ্গাকে শেষ ক্রিকেট মাঠে দেখা গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গলে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এদিকে জুনে শ্রীলঙ্কায় ২৪ ক্রিকেটারের আবাসিক ট্রেনিং ক্যাম্পে ডাক পাননি এই ৩৭ বছর বয়সী বোলার। আইপিএল দিয়েই আবার মাঠে ফেরার সুযোগ ছিল তার। রায়না, মালিঙ্গার আগে এবারের আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ইংলিশ পেসার ক্রিস ওকস। দিল্লী ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল তার।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...