আ.লীগ ‘পুতুল সরকার’ হিসেবে কাজ করছে: মির্জা ফখরুল

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪১ পূর্বাহ্ণ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ ‘পুতুল সরকার’ হিসেবে কাজ করছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আধিপত্যবাদের পুতুল সরকারে পরিণত হয়েছে। তারা শুধুমাত্র তাদেরই এজেন্ডা এখানে বাস্তবায়িত করছে। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘কারাবন্দি দিবস’ উপলক্ষে ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

ফখরুল বলেন, ‘সভায় কিছুক্ষণ আগে আমাদের একজন বিজ্ঞ আলোচক বলেছেন, পুতুল সরকার। এটা (আওয়ামী লীগ সরকার) আধিপাত্যবাদের পুতুল সরকারে পরিণত হয়েছে। তারা শুধুমাত্র তাদেরই এজেন্ডা এখানে বাস্তবায়িত করছে। তাদের সরিয়ে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করাই হবে আমাদের লক্ষ্য। এ লক্ষ্যে আসুন আমরা সবাই এক সঙ্গে কাজ করি।’ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া অবদানের কথা তুলে ধরে ফখরুল বলেন, ‘দেশনেত্রী একজন ক্যারিসমেটিক লিডার। তিনি তো ছিলেন হ্যামিলনের বংশীবাদক। তিনি লন্ডন থেকে দেশে এলেন, রোহিঙ্গারা এসে গেছে তখন। আমরা তাকে বললাম আপনার একবার রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করা দরকার। তিনি রাজি হলেন। আমরা কক্সবাজারে গেলাম। এ সময় আসা ও যাওয়া পথে ছিল লাখ লাখ মানুষ।’ বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের কথা তুলে ধরে ফখরুল বলেন, ‘বিএনপির বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা শুরু হলো। সেই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম যে, বেশ কয়েকটি দেশের ডিপ্লোম্যাটিকরা টুইজডে ক্লাব বলে একটি ক্লাব তৈরি করল। সেই ক্লাবে আবার একটা আন্দোলন শুরু হলো মিলিতভাবে যে যোগ্য প্রার্থীর। সবই একই সূত্রে গাঁথা ছিল। তিনি বলেন, বিএনপি যেহেতু দেশের মানুষের প্রতিনিধিত্ব করে, স্বাধীন সার্বভৌমত্ব স্বতন্ত্র অবস্থানে আছে। এ সরকার যদি থাকে এদের প্রতিনিধিরা যদি সংসদে আসে তাহলে তাদের যে লক্ষ্য সেই লক্ষ্য এখানে বাস্তবায়িত করা সম্ভব হবে না। এর ফলে আমরা দেখেছি, তারা ষড়যন্ত্রমূলকভাবে বিভিন্ন নাটক তৈরি করেছে, বিভিন্নভাবে আমাদের এখানে ১/১১’র সরকার তৈরি হয়েছে, তার পরে দেখি যে, দুই বছর সম্পূর্ণ অসাংবিধানিকভাবে সরকার নিয়ে গেছে এবং তারপরে একটা নির্বাচন অনুষ্ঠিত করেছে যে নির্বাচনটা ছিল ষড়যন্ত্রমূলক। কিন্তু দেশনেত্রী খালেদা জিয়া একবারের জন্যও মাথা নত করেননি।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...