করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে জ্যাকুলিনের

বিনোদন ডেস্ক

  • প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২০, ৭:১১ অপরাহ্ণ

করোনার থাবা শুটিং ইউনিট জুড়ে। কেমন আছেন এই সময়ে জ্যাকুলিন ফার্নান্ডেজ! এমন কৌতুহল সবার মধ্যে। কোভিড ১৯-এর জেরে যখন প্রথম লকডাউন শুরু হয়, সেই সময় থেকেই সালমন খানের সঙ্গে পানভেলে ছিলেন জ্যাকুলিন। পানভেলের বাগান বাড়িতে খান পরিবারের সঙ্গেই কাটছিল সময়। প্রায় ৩ মাস সালমনের বাগান বাড়িতে কাটিয়ে মুম্বইতে ফেরার পর বন্ধুর সঙ্গে ছিলেন তিনি। তবে আনলক পর্ব শুরু হতেই শুটিংয়ের কাজ শুরু করেন তিনি। একটি ব্র্যান্ডের শুটিংয়ের কাজ শুরু করতেই করোনা পরীক্ষার মুখোমুখি হতে হয় জ্যাকুলিনের প্রায় গোটা ইউনিটকে। রিপোর্টে প্রকাশ, শুটিং শুরুর আগেই জ্যাকুলিন-সহ সংশ্লিষ্ট ইউনিটকে কোভিড পরীক্ষা করানো হয়।

যেখানে ২ জনের শরীরে করোনা থাবা বসিয়েছে বলে জানা যায়। তবে জ্যাকুলিন ভাল আছেন। তার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান অভিনেত্রী। শুটিং ইউনিটের যে ২ জনের শরীরে করোনার জীবাণু ধরা পড়েছে, তাদের কোয়ারেন্টিন করা হয়েছে। বিএমসির তরফে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে। সেই কারণে বিএমসিকে ধন্যবাদও জানান জ্যাকুলিন। প্রসঙ্গত, সালমনের বাগান বাড়িতে থাকাকালীন ‘তেরে বিনা’ নামে একটি মিউজিক ভিডিয়ো শুট করেন জ্যাকুলিন ফার্নান্ডেজ।

এই সম্পর্কিত আরও খবর...