কতদিন বাঁচবেন, জানাবে ক্যালকুলেটর!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২০, ১:২৬ অপরাহ্ণ

আপনি কতদিন বাঁচবেন তা জানাবে ক্যালকুলেটর! এ জন্য আপনাকে আপনার বয়স, লিঙ্গ, অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা, ধূমপানের অভ্যাসসহ বেশি কিছু তথ্য দিতে হবে। এরপর ক্যালকুলেটর তথ্য বিশ্লেষণ করে জানাবে আপনার বেঁচে থাকার সম্ভাবনা আর কত বছর।

 

‘মাই লংজিবিটি’ নামক এই ক্যালকুলারটি তৈরি করেছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট আঙ্গলিয়ার গবেষকরা। এই অনলাইন ক্যালকুলেটর চিকিৎসা এবং জীবনযাপনের নানা ধরনের তথ্য বিশ্লেষণ করে আয়ুর পূর্বাভাস দেয়।

বিশ্বে করোনাভাইরাস শনাক্তের আগেই এই ক্যালকুলেটর তৈরি করা হয়েছে। সে কারণে এতে আয়ুর ওপর মহামারির প্রভাবের তথ্য নেই। তবে গবেষকরা জানিয়েছেন, গবেষণা চলছে, শিগগিরই এতে মহামারির তথ্য যুক্ত করা হবে।

‘মাই লংজিবিটি’র ডেভেলপার এলেনা কুলিনস্কায়া বলেন, নিজের আয়ু সম্পর্কে ধারণা পেতে মানুষ খুবই আগ্রহী। আর্থিক লক্ষ্য এবং অবসর গ্রহণের কৌশলগুলোর পরিকল্পনা করার জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি জীবনধারায় স্বাস্থ্যকর পরিবর্তন আনতেও সাহায্য করবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...