একই দিনে আইসোলেশনে অর্জুন ও মালাইকা!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২০, ১১:১৯ পূর্বাহ্ণ

রীতিমতো খারাপ হয়ে উঠছে বলিউডের করোনা পরিস্থিতি। একের পর এক তারকারা করোনায় আক্রান্ত হচ্ছেন। রোববার সকালে জানা যায়, অভিনেতা অর্জুন কাপুর করোনায় আক্রান্ত।

বিকেলে খবর আসে করোনায় আক্রান্ত হয়েছেন তার প্রেমিকা মালাইকা আরোরাও। তথ্যটি নিশ্চিত করেছে তার বোন আমিত্রা আরোরা।

ইন্ডিয়া টাইমসকে দেয়া সাক্ষাৎকারে অমিত্রা জানান, ‘আজ বিকেলেই করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে আমার বোনের। ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন সেল্ফ আইসোলেশন রয়েছেন তিনি। সঙ্গে আমরা সকলেই সামাজিক দূরত্ব মেনে চলছি।’

এদিকে করোনা আক্রান্ত হওয়ার পর অর্জুন কাপুরও নিজ বাসায় আইসোলেটেড অবস্থায় রয়েছেন।

এই সম্পর্কিত আরও খবর...