সুশান্তের মৃত্যুর আসল রহস্য জানা যাবে ১০ দিন পর!

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০, ৩:৫৯ অপরাহ্ণ

সুশান্ত ইস্যুতে মাদক কাণ্ডে এরইমধ্যে গ্রেপ্তার হয়েছে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক। এখন চলছে রিয়ার জেরা। দ্বিতীয় দিনে প্রায় আট ঘণ্টা জেরার পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র দফতর থেকে বের হলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। আগামীকাল ফের তাঁকে ডেকে পাঠিয়েছে এনসিবি।

এদিকে মাদক কাণ্ডে গতকাল আরেক মাদক পাচারকারী অনুজ কেশওয়ানিকে গ্রেফতার করে এনসিবি। এই ঘটনায় আরেক অভিযুক্ত কাইজানের বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে।

অন্যদিকে সিবিআই-ও তাঁদের কাজ চালিয়ে যাচ্ছে। এমসের তরফে জানা যায়, সুশান্ত কাণ্ডে আবারও ভিসেরা পরীক্ষা করছেন তাঁরা। দশ দিন পরে রিপোর্ট আসবে। আর তাতেই বোঝা যাবে বিষক্রিয়ার ফলে সুশান্তের মৃত্যু হয়েছে কিনা।

এর আগে শোনা যাচ্ছিল, মাদক যোগে গতকালই গ্রেফতার হতে পারেন রিয়া। খবর আসছিল তদন্তে অসহযোগিতা করছেন অভিনেত্রী। যদিও এনসিবি-র ডেপুটি ডিজি অশোক জৈন ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, রিয়া এখনও পর্যন্ত তদন্তে সহযোগিতাই করছেন।

এই সম্পর্কিত আরও খবর...