লন্ডনে ৫ বছরের মেয়েকে হত্যায় মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০, ৩:৩২ অপরাহ্ণ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নিজের পাঁচ বছরের মেয়েকে হত্যার জন্য এক মায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) নিহত শিশুর মা সুথা শিবান্থামকে অনলাইনে উইম্বেলডন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়।

আদালত তাকে মঙ্গলবার ওল্ড বেইলি কোর্টে হাজিরা দেওয়ার আগ পর্যন্ত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আদালতে অ‌ভি‌যো‌গপত্রে বলা হয়েছে, ৩০ জুন সাউথ ইস্ট লন্ডনের মিচামে সায়াগি শিবান্থাম নামের পাঁচ বছরের শিশুকে উপর্যপুরি ছুরিকাঘাতে জখম ও আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

আদালতে ভিডিও লিংকে হাজির হয়ে সুথা শিবান্থাম শুধু নিজের নাম ও বয়স নিশ্চিত করেছেন। শিশুটির মাকেও আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এই সম্পর্কিত আরও খবর...