শাহজালাল মাজারে ভক্ত-দর্শণার্থীদের ভিড়

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ অপরাহ্ণ

করোনা পরিস্থিতি জন্য ছয় মাসের অধিক সময় ধরে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ ও আশপাশ এলাকা ছিলো না দর্শণার্থীদের আনাগোনা, ভক্তবৃন্দের সমাগম আর ইবাদতের গুঞ্জন। এছাড়া গত শবে বরাতে দরগাহ মসজিদ ও মাজারে জমায়েত হয়ে ইবাদাতও করতে পারেননি মুসল্লিরা।

তবে গত ১ সেপ্টেম্বর থেকে শর্তসাপেক্ষে খুলে দেয়া হয় সিলেটের পর্যটন কেন্দ্র ও দর্শনীয় স্থানগুলো। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরদিন থেকেই স্বরূপে ফিরেছে শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণ। গত এক সপ্তাহ ধরে দর্শণার্থীদের ভিড় ছিলো লক্ষণীয়।

এদিকে, ১ সেপ্টেম্বর থেকে শাহজালাল দরগাহে দর্শণার্থীদের আগমন শুরু হলেও এখনও মহিলাদের ইবাদাতখানা খুলে দেননি মাজার কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় এর বিস্তার ঠেকাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে- এমনটাই জানালেন খাদেম মামুন মাহমুদ খান।

সোমবার তিনি জানান, সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে লোকজন আসার নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শাহজালাল মাজারেও দর্শণার্থীরা আসতে শুরু করেছেন। প্রতিদিনই বাড়ছে ভক্ত ও দর্শণার্থীর সংখ্যা। তবে আমরা এখনও মহিলাদের ইবাদাতখানা খুলে দেইনি। কারণ করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

 

স্বাস্থ্যসুরক্ষার বিষয়ে তিনি বলেন, আমরা কিছুক্ষণ পরপরই আগতদের শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার বিষয়টি মাইকে প্রচারণা চালাচ্ছি এবং তাদের সতর্ক করছি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...