আকামার মেয়াদ বাড়াতে সম্মত সৌদি আরব: পররাষ্ট্র মন্ত্রী

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ৭:৪৫ অপরাহ্ণ

ভিসা বা আকামার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় থাকা বাংলাদেশিদের মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে সৌদি আরব। পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন গণমাধ্যমকে সন্ধ্যায় জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাওয়ারী ঢাকাকে বিষয়টি জানিয়েছেন। মন্ত্রী বলেন, মাত্র তাঁর ফোন পেলাম। সৌদি আরবের ইতিবাচক মনোভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন।

উল্লেখ, ৩০ শে সেপ্টেম্বর ভিসা বা আকামার মেয়াদ শেষ হয়ে যাবে এমন হাজার হাজার বাংলাদেশি ঢাকায় আটকা পড়ে আছেন। নির্ধারিত সময়ের আগেই তারা সৌদিগামী বিমানের ফ্লাইট পেতে আন্দোলন করছেন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...