যুক্তরাষ্ট্রের আদম শুমারিতে প্রবাসী বাংলাদেশিদের অংশ নেয়ার আহবান

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২০, ২:৪৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে চলমান ইউএস সেনসাস, ২০২০-তে সকল প্রবাসী বাংলাদেশিদের অংশ নেয়ার আহবান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশি এ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা)।আদমশুমারিতে নিবন্ধনের শেষ দিন চলতি সেপ্টেম্বরের ৩০ তারিখ।

গত ১২ সেপ্টেম্বর ফোবানা মেইনস্ট্রিম লিয়াজো কমিটির এক সভায় যুক্তরাষ্ট্রের ২০২০ সালের আদম শুমারিতে বাংলাদেশিদের সন্তোষজনক অন্তর্ভুক্তিকরণ হচ্ছে না বলে নিজেদেরকে এদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর লক্ষে এই গণনায় পরিবারসহ সকলের নাম অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়।

মেইনস্ট্রিম লিয়াজো কমিটির চেয়ারপার্সন ডালাসের অধিবাসী নাহিদা আলী ডেইজির সভাপতিত্বে ওই ভার্চুয়াল সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শহরে বসবাসরত নেতৃবৃন্দের মধ্যে ফোবানা নির্বাহী কমিটির চেয়ারম্যান শাহ হালিম ও নির্বাহী সচিব ডঃ আহসান চৌধুরী, দুই সদস্য ও সাবেক চেয়ারম্যান যথাক্রমে রেহান রেজা ও জসিম উদ্দিন, সদস্য প্রিয়লাল কর্মকার ও ডালাসের রাজনৈতিক ব্যক্তিত্ব তাবাসসুম আহমেদসহ আরও অনেকেই।

ওই সভায় আমেরিকার ২০২০ সালের আদমশুমারিতে সর্বস্তরের বাংলাদেশিদের অংশগ্রহন করার বিষয়টি নিশ্চিত করতে প্রবাসীদের অনুপ্রাণিত করা ও নাম অন্তর্ভুক্তির অনুরোধ জানানোর লক্ষ্যে ব্যাপক প্রচারণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, “আদমশুমারিতে বাংলাদেশিদের সঠিক পরিসংখ্যান সম্পন্ন হলে অগনিত অভিবাসী বাংলাদেশিদের অধিকার যেমন রক্ষিত হবে, তেমনিভাবে সরকারী সুযোগ-সুবিধা প্রাপ্তিও নিশ্চিত হবে।“

বক্তারা উল্লেখ করেন, বহুজাতিক অভিবাসীর এই যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশ থেকে আসা অভিবাসীদের তুলনায় বাংলাদেশিদের সংখ্যা সরেজমিনে অনেক ক্ষেত্রেই বেশি হওয়া সত্ত্বেও মুলধারার হিসেবের খাতায় যারপরনাই নগণ্য দশায় রয়েছে। কাজেই প্রবাসী বাংলাদেশিদের অস্তিত্বের কারনেই শিশু, বৃদ্ধ, পুরুষ, নারী, বৈধ, অবৈধ নির্বিশেষে সকলকে এই আদমশুমারিতে অংশগ্রহণই একমাত্র জরুরী দায়িত্ব বলে অভিমত প্রকাশ করেন তাঁরা।

এছাড়া আদমশুমারিতে অংশগ্রহণকারীদের সকল তথ্য সম্পুর্নভাবে গোপননীয় অবস্থায় নিরাপত্তা সেলে রক্ষিত থাকবে বলে অবৈধ বাংলাদেশিরাও নিঃসংশয়ে আদমশুমারিতে অংশ নিতে পারবেন বলে নাগরিক, অনাগরিক কিংবা অবৈধ সকলকেই তালিকাভুক্তির অনুরোধ জানানো হয় ওই সভা থেকে। ফোবানার উদযোগে সেই লক্ষে বাংলা ভাষায় বিভিন্ন সংবাদ মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় প্রচারণা করার পরামর্শ দেন বক্তারা।

আদমশুমারিতে অংশ নিতে অনলাইনে 2020census.gov এবং টেলিফোনে 1 888-330-2020 নম্বরে নিবন্ধন করা যাবে বলে জানানো হয়। এব্যাপারে যে কোন তথ্যের জন্যে FOBANA Mainstream Liaison Committee, 972-333-3286 নম্বর টেলিফোনে অথবা nahidaali@gmail.com ইমেইলে যোগাযোগ করা যাবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...