শহীদ মুনির তপন জুয়েলকে স্মরণ করেছে যুক্তরাষ্ট্র জাসদ

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৬ পূর্বাহ্ণ

৮৮ সালের চব্বিশ সেপ্টেম্বর সিলেট শহরে মৌলবাদী জামায়াত শিবিরের তান্ডব ও সন্ত্রাসী গোষ্ঠির হাতে নির্মমভাবে নিহত হন তিন ছাত্রনেতা মুনির তপন জুয়েল। জাসদ ছাত্রলীগের তৎকালিন তিন শহীদ ছাত্রনেতাকে স্মরণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে যুক্তরাষ্ট্র জাসদ। তিন ছাত্রনেতার স্মরণে যুক্তরাষ্ট্র জাসদ আয়োজন করে এক স্মরণ সভার।

জাসদ ছাত্রলীগের তিন তরুণ প্রাণ মুনির তপন জুয়েল এর স্মরণ সভায় যুক্তরাষ্ট্র জাসদ নেতৃবৃন্দ বলেছেন, একাত্তুরের পরাজিত শক্তি জামায়াত শিবিরের অপতৎপরতা এখনও বন্ধ হয়নি। এরা নামে বেনামে বিভিন্ন লেবাসে তাঁদের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এরা সময়ের অপেক্ষায় রয়েছে। এরা যে কোন সময় তাঁদের জঙ্গিরুপ ধারণ করে প্রগতিশীল রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আঘাত আনতে পারে। এজন্য তাদের অতীতের সকল অপকর্মের বিচার এখন সময়ের দাবী। এদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বর্তমান ঐক্যকে আরো জোরদার করতে হবে। মুনির তপন জুয়েল হত্যা মামলা পুনর্জীবিত করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সুদৃষ্টি কামনা করেন। আইনের ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে যাওয়া চিহ্নিত খুনিদের আইনের আওতায় এনে মুনির তপন জুয়েল হত্যার বিচার নিশ্চিত করার দাবী জানান জাসদ নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার বিকাল ৫টায়, নিউইয়র্কের জ্যাকসনহাইটসে যুক্তরাষ্ট্র জাসদের উদ্যেগে, জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত স্মরণ সভায় বক্তারা এই কথাগুলো বলেন। যুক্তরাষ্ট্র জাসদ সাধারণ সম্পাদক নুরে আলম জিকুর পরিচালনায় মুনির তপন জুয়েল স্মরণ সভায় বক্তারা আরো বলেন, সেদিনকার পৈচাশিক নি:সংশ ঘটনার পরিকল্পনাকারি, দদতদাতা, হত্যাকারি খুনিদের বিচারের প্রয়োজিয়নতা ফুরিয়ে যায়নি। খুনিদের আইনের কাঠগড়ায় দাঁড় করানোর এখনই উদ্যোগ নিতে হবে সরকারকে। স্মরণ সভায় বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র জাসদ সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, জাসদ নেতা আবুল ফজল লিটন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জ্যোতির্ময় দত্ত নিশু, জাসদ নেতা মাহ মহি উদ্দিন সবুজ, শাহনুর কোরেশি, সৈয়দ আজমল হোসেন প্রমুখ।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...