International Forum for Secular Bangladesh, Finland Committee Formed

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৬ অক্টোবর ২০২০, ১১:৫৭ অপরাহ্ণ

At a meeting in Finland’s capital Helsinki’s Vapaa-ajattelijat (Finnish Freethinkers’ Association) office on 5 October, the full Committee of International Forum for Secular Bangladesh (IFSB), Finland, was formed. Leaders of several a Finnish secular organisation was present in the event alongside members and leaders of the Finish Bangladeshi community.

Moderated by Dr. Mojibur Doftori, Forum for Secular Bangladesh (FSB) Central Committee President Shahriar Kabir gave a short speech via video highlighting the importance of making the world a secular and humane place by joining hands with like-minded European organisations and fighting extremism. Central Commmittee’s General Secretary Kazi Mukul, IFSB Europe chapter President Tarun Kanti Chowdhury (Sweden) and IFSB Europe chapter Secretary General Ansar Ahmed Ullah (UK) also spoke in the event over video calls. Humanist Association of Finland President Irma Peiponen sent her written greetings to the meeting participants.

Meeting participants and Finnish-Bengali community leaders as well as Vapaa-Ajattelijat Trustee Esa Ylikoski also spoke in the event. Speakers highlighted the importance of IFSB’s significance in the current political contexts of Bangladesh, Europe, and rest of the world. They vowed to promote secular humanistic values in Bangladesh, Finland, and the broader world.

The meeting concluded with election of 27-member Executive Committee of IFSB Finland with Dr Mojibur Doftori as President and Mohammad Najib Morshed (Songram) as Secretary General. Among others, officials are Vice-Presidents Saleh Ahmed Salek, Mynul Islam, Ismat-i-Nannu Haque, Nahid Morshed Joy and Pintu Mia, Joint-Secretary Badal Hossain (Masud), Organizing Secretary Mohibul Islam, Treasurer Zahid Hasan Rocky, Office Secretary Saifur Rahman, Press Secretary Kamran Hossain, International Affairs Secretary Belal Ahmed, Information & Research Secretary Abu Darda Babu, Cultural Secretary Tanvir Islam, and IT Secretary Abdul Kuddus.

 

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফিনল্যান্ড শাখা আনুষ্ঠানিকভাবে গঠিত

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফিনল্যান্ড শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে গতকাল ৫ অক্টোবর।

রাজধানী হেলসিংকির ‘ভাপা আয়াত্তেলিয়াত  ফ্রীথিংকার্স এসোসিয়েশন অফ ফিনল্যাণ্ড ‘  নামক মানবতাবাদী সংগঠনের অফিসে অনুষ্ঠিত এ সভায় নতুন করোনা প্রাদুর্ভাব স্বত্বেও এ সভায় অংশগ্রহণ ও  উপস্থিত ছিলেন ফিনল্যান্ড প্রবাসী বাঙালী কমিউনিটির সদস্য ও নেতৃবৃন্দসহ এবং মানবতাবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

ড. মজিবুর দফতরির সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিতদের নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বে উগ্রবাদ্মুক্ত ধর্মনিরপেক্ষ ও মানবিক সমাজ গড়ে তোলায় ইউরোপে নির্মূল কমিটির ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। ভিডিও ফোনে বক্তব্য রাখেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল, সর্ব ইউরোপীয় সভাপতি তরুন কান্তি চৌধুরী (সুইডেন) এবং সর্ব ইউরোপীয় সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ্‌ (যুক্তরাজ্য)।হিউম্যানিসট এসোসিয়েশন অফ ফিনল্যান্ড এর সভাপতি ইরমা পেইপনেন তার শুভেচ্ছা বার্তা পাঠান।

আলোচনায় উপস্থিত বাঙালী নেতৃবৃন্দের পাশাপাশি অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ভাপা আয়াত্তেলিয়াত এর ট্রাস্টি এসা উলিকস্কি। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বর্তমান বাংলাদেশ এবং ইউরোপিয় প্রেক্ষিত তুলে ধরে অসাম্প্রদায়িক মানবিক বাংলাদেশ ও বিশ্ব গড়ে তোলায় তাদের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

সভায় ড. মজিবুর দফতরিকে সভাপতি এবং নাজিব মুরশেদ সংগ্রামকে মহাসচিব নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যদের মধ্যে আছেন সহ-সভাপতি হয়েছেন সালেহ আহমেদ সালেক, মাইনুল ইসলাম, ইসমত-ই-নান্নু হক, নাহিদ মোরশেদ জয় এবং পিনটু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বাদল হোসেন (মাসুদ), সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান রকি, দপ্তর সম্পাদক সাইফুর রহমান, প্রচার সম্পাদক কামরান হোসেন, আন্তর্জাতিক সম্পাদক বেলাল আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আবু দারদা বাবু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক তানভির ইসলাম এবং তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল কুদ্দুস।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...