প্রকৃতির নির্মম খেলা

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২০, ১:৪৯ পূর্বাহ্ণ

প্রকৃতির নির্মম খেলা

শ জ স রুমি হক

সূর্য … তুই আজও উদয় হলি?
বাতাস…. তুই বয়েই গেলি?
সমুদ্র …. তোর ঢেউ থামালিনা?

কেনো তোরা শুধু একবার… এক মুহুর্ত ….
না হয় এক পলকের জন্য থামতে পারিস না ?
এমন কি আর হবে যদি না চলিস তোরা তোদের মতো ?

ঝরুক না অশ্রু শত শত…

মেঘ… তুই দেনা আমায় ধার…
এক ফোটা জলকনা….
এক ফালি আঁধার…?

সময়… তুই কেড়ে নিলি বারেবার…
জীবন.. তুই কেন যে নিষ্ঠুর …
কেন তোর চলতে হবে এত দূর?

তুই তোর মতোই চলবি জানি….
হন্য হয়ে, তাও জানি!
একবার নাহয় ক্ষান্ত দে তোর ঘোড়ার বেগে পথ চলা!

বসতে দে তুই মোরে…
আর চলতে চাইনা ঝড় বেগে…
বঠ ছায়া তো কেড়ে নিলি…

আর বাকি কি নিবি বল?
পায়ের নিচের মাটি আর নিস নে ভাই…
এই দয়া না হয় কর!

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...