যা বললেন সাকিব….

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০, ১০:০৬ অপরাহ্ণ

গত সপ্তাহে সাকিব আল হাসান কলকাতায় গিয়ে কালীপূজার অনুষ্ঠান উদ্বোধন এবং এক ভক্তের ফোন ভাঙার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠে।

এতদিন এই বিষয়ে মুখ খুলেননি সাকিব। অবশেষে সাকিব তার ইউটিউব চ্যানেলে এ বিষয় নিয়ে কথা বলেন ও সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। যা ছড়িয়েছে সেই খবর সত্যি নয় এবং পূজা উদ্বোধন করেননি বলে দাবি করেন তিনি। তবে পূজা মণ্ডপে গিয়েছেন বলে ক্ষমাও চেয়েছেন তিনি। এছাড়াও যার ফোন ভাঙা নিয়ে কথা হচ্ছে তার ফোনটি কখনো ইচ্ছাকৃতভাবে ভাঙেননি বলে জানান তিনি।

সেলফি তোলার সময় ভক্তের ফোন ভাঙার বিষয়ে সাকিব বলেন, ‘ফোন আমি কোনো ইন্টেনশনালি ভাঙেনি। যেহেতু করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে চলার চেষ্টা করছিলাম আমি, যেহেতু ওখানে অনেক মানুষ ছিল। এ সময় একজন জনতা আমার উপর দিয়ে এসে ছবি তুলতে যায়, সে সময় তাকে সরিয়ে দিতে গেলে আমার হাত লেগে তার ফোনটি পড়ে যায়। হয়তো পরে সেটা ভেঙেও গিয়েছে। তার ফোন ভাঙার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।’

পূজা মণ্ডপ ইস্যুতে সাকিব বলেন, ‘অবশ্যই ঘটনাটি স্পর্শকাতর। আমি নিজেকে একজন গর্বিত মুসলমান মনে করি। ভুল-ত্রুটি হবেই। ভুল-ত্রুটি নিয়েই আমরা জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্যও ক্ষমা প্রার্থনা করছি।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...