করোনামুক্ত মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০, ৪:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ফলে ক্রিকেটে ফিরতেও আর কোনো বাধা নেই। করোনা আক্রান্ত হলেও রিয়াদের লক্ষণ-উপসর্গ প্রকট ছিল না। তবে নিয়ম মেনে আইসোলেশনেই ছিলেন।

করোনা থেকে মুক্ত হয়ে বুধবার মাহমুদউল্লাহ রিয়াদ ফেসবুকে জানিয়েছেন, ‘আসসালামুয়ালাইকুম। আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহর রহমতে, গতকাল আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ইনশাল্লাহ এখন আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে। আপনাদের প্রার্থনা, ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ।’

আগামী ২৪ নভেম্বর থেকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ অনুষ্ঠিত হবে। বুধবার করোনা নেগেটিভ হওয়ায় ঐ টুর্নামেন্টে খেলতে আর বাধা নেই মাহমুদউল্লাহর।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে মাহমুদউল্লাহ খেলবেন জেমকন খুলনার হয়ে। এর আগে তিন দলের বিসিবি প্রেসিডেন্টস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল তার দল। তাই পাঁচ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে রিয়াদের চ্যালেঞ্জটা একটু বেশিই থাকছে। যে চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুতই অনুশীলন শুরু করবেন তিনি।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...