মেসেঞ্জারের ‘ভ্যানিশ মোড’

তথ্য ও প্রযুক্তি ডেস্ক,

  • প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ৬:০১ অপরাহ্ণ

সম্প্রতি মেসেঞ্জারে ‘ভ্যানিশ মোড’ চালু করেছে ফেসবুক। এ ফিচারের ফলে বার্তা পাঠানোর পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা শিগগির ইনস্টাগ্রামেও এ ধরনের ভ্যানিশ মোড চালু করা হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট জিএসএম অ্যারেনার এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটসঅ্যাপে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার যুক্ত হওয়ার ১০ দিন পর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ‘ভ্যানিশ মোড’ ফিচার এলো। এ ফিচারের ফলে প্রাপক কোনো মেসেজ দেখে চ্যাট উইন্ডো ক্লোজ করার পরই সেই মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হবে।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, এ সুবিধা পেতে প্রাপক ও প্রেরক দু’জনকেই ফিচারটি চালু করতে হবে। এ মোড চালু থাকা অবস্থায় কেউ স্ক্রিনশট নিলেও তার নোটিফিকেশন পাওয়া যাবে।

ফেসবুক জানিয়েছে, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামে ‘ভ্যানিশ মোড’ ব্যবহার করা যাবে। এতে টেক্সট, ইমোজি, ছবি, ভয়েস মেসেজ, স্টিকার, জিআইএফ পাঠানো হলে প্রাপক সেগুলো দেখার পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...