হাসপাতালে বেবী নাজনীন

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ৬:৩৪ অপরাহ্ণ

বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বুধবার কিডনিজনিত সমস্যা নিয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান জানান, কিডনিজনিত সমস্যা তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। অনেক আগে থেকেই তিনি কিডনিজনিত সমস্যায় ভুগছেন।

বেবী নাজনীন দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে চেয়েছেন বলেও জানান শায়রুল।

বেবী নাজনীনের জন্ম ১৯৬৫ সালের ২৩ আগস্ট নীলফামারীর সৈয়দপুরে। মাত্র সাত বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু বেবী নাজনীনের। ২০০৩ সালে শ্রেষ্ঠ মহিলা গায়ক হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০০৮ সাল পর্যন্ত তিনি টানা গান গেয়ে চলেন। এরপর তার স্টেজ শো কমতে থাকে। এই কমে যাওয়ার প্রধান কারণ তার রাজনৈতিক পরিচয়।

বেবী নাজনীনের অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে ‘ঘুম ভাঙায়া গেলরে মরার কোকিলে’। এছাড়া ‘দু’চোখে ঘুম আসে না’, ‘কাল সারারাত ছিল স্বপ্নেরো রাত’, ‘এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, জনপ্রিয় গান।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...