মুনীর চৌধুরীর জন্মদিনে গুগলের ডুডল

তথ্য ও প্রযুক্তি ডেস্ক,

  • প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২০, ৬:৪২ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মদিন উপলক্ষে সার্চ জায়ান্ট গুগল ডুডল প্রকাশ করেছে। ২৭ নভেম্বরের প্রথম প্রহরে ডুডল প্রকাশ করে গুগল।

প্রখ্যাত এই লেখক তিনি ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। শহীদ মুনীর চৌধুরী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শহীদ হন।

দেখা যায়, গুগলের লোগোর মাঝখানে শহীদ মুনীর চৌধুরী খোলা বই হাতে। গায়ে শাল জড়ানো। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। এ উপলক্ষে গুগলের লোগোও বিশেষভাবে তৈরি করা হয়েছে। ছবির ওপরে ক্লিক করলে মুনীর চৌধুরীর ছবিসহ তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

উল্লেখ্য, গুগল বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব ও বিশিষ্ট জনদের জন্মদিন, মৃতুদিবস ও বিশেষ দিবসের স্মরণে ডুডল প্রকাশ করে।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...