নারায়ণগঞ্জে ৩৫ জনের করোনা শনাক্ত

স্বদেশ বিদেশ ডট কম

  • প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ৩:২৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত ৩৫ জন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া পুরো জেলায় আরও ১৯ জন সুস্থ হয়েছেন। তবে মৃত্যুর নতুন কোনো খবর পাওয়া যায়নি। সোমবার নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় (২৯ নভেম্বর সকাল ৮টা হতে ৩০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত)- জেলায় নতুন আরও ৩৫ জনসহ মোট আক্রান্ত ৭ হাজার ৮২০ জন।

এ ছাড়া পুরো জেলায় আরও ১৯ জন সুস্থ হয়। এ যাবৎ মোট সুস্থ হয়েছে ৭ হাজার ২৪৮ এবং মৃত্যু হয়েছে ১৪৯ জনের।

নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হল- আড়াইহাজার উপজেলায় ৬৫৫, বন্দর উপজেলায় ৩৭৩, সিটি করপোরেশন এলাকায় ২৯৪০, রূপগঞ্জ উপজেলায় ১৪২২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৭২১ ও সোনারগাঁও উপজেলায় ৭০৯ জন। পুরো জেলায় ৭ হাজার ৮২০ জন।

এলাকা ভিত্তিক সুস্থতার সংখ্যা হল- আড়াইহাজার উপজেলায় ৬৩৩, বন্দর উপজেলায় ৩৩৯, সিটি করপোরেশন এলাকায় ২৬৫৩, রূপগঞ্জ উপজেলায় ১৩৫৬, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৬১৮ ও সোনারগাঁও উপজেলায় ৬৪৯ জন। পুরো জেলায় ৭ হাজার ২৪৮ জন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...