করোনামুক্ত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক,

  • প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০, ১২:২৮ অপরাহ্ণ

এক সপ্তাহের মধ্যেই করোনা ভাইরাস থেকে মুক্তি পেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। গত সপ্তাহে সভাপতির করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিল বাফুফে। বৃহস্পতিবার মধ্যরাতে এক বিবৃতিতে তারা জানিয়েছে, কাজী সালাউদ্দিনের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ এসেছে।

করোনা আক্রান্ত হলেও বাফুফে সভাপতির অবশ্য তেমন বড় কোনো উপসর্গ ছিল না। টেস্টে পজিটিভ আসার পর তিনি স্বেচ্ছা আইসোলেশনে ছিলেন।

গত ৩ অক্টোবরের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাফুফের সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন সালাউদ্দিন। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থার প্রধানের দায়িত্বে আছেন তিনি। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনেরও (সাফ) সভাপতি কাজী সালাউদ্দিন।

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...