ইতালিতে ২৪ ঘণ্টায় নতুন করে ১৮,৮৮৭ জন আক্রান্ত

প্রবাস ডেস্ক,

  • প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২০, ৬:১১ অপরাহ্ণ

ইতালিতে ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৮ হাজার ৮৮৭ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগির সংখ্যা বেড়ে মোট ১৭ লাখ ২৮ হাজার ৮৭৪ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
স্বাস্থ্য মন্ত্রণালয় গত দিন এ ভাইরাসে নতুন করে আরো ৫৬৪ জনের মৃত্যুর খবরও জানিয়েছে। এনিয়ে ইতালিতে কোভিড-১৯ রোগে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে বর্তমানে ৬০ হাজার ৭৮ জনে দাঁড়ালো।

ইতালির স্বাস্ব্যমন্ত্রী রবার্তো স্পারাঞ্জা গত সপ্তাহে জানান, ২০২১ সালের প্রথম তিন মাসে দেশব্যাপী কোভিড-১৯ ক্যাম্পেইনের প্রথম ধাপে প্রায় ৪ কোটি মানুষকে ২০ কোটি ২০ লাখ ডোজ ভ্যাকসিন দেয়ার দেয়ার পরিকল্পনা করা হচ্ছে।

পার্লামেন্টে এমন পরিকল্পনার ঘোষণা দিয়ে স্পারাঞ্জা বলেন, এসব ভ্যাকসিন বিনা মূল্যে দেয়া হবে। তিনি আইনপ্রণেতাদের বলেন, ‘ইতালির প্রায় ৪ কোটি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের এ মিশন শুরু হতে যাচ্ছে।’

Print This Post Print This Post

এই সম্পর্কিত আরও খবর...