সব
স্বদেশ বিদেশ ডট কম
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।
রোববার (১০ জানুয়ারি) ভোররাত পৌনে ৪টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নুর হাকিম চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি-ব্লকের হোসেন আলীর ছেলে। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম।
স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়। সেখানে তাদের সঙ্গে তোহা বাহিনীর ৬০-৭০ রাউন্ড গুলি বিনিময় হয়।
এসআই নুরে আলম বলেন, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহত ১২ জনকে উদ্ধার করে সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03