সব
সিলেট অফিস
সিলেট বিভাগে রবিবার (১৭ জানুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে সিলেট বিভাগে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭২। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ২০৮, সুনামগঞ্জে ২৬, হবিগঞ্জে ১৬ ও মৌলভীবাজারে ২২ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১০ জন। এর মধ্যে সিলেটে ৫, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪ ও হবিগঞ্জে আরও ১ জন আক্রান্ত হয়েছেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানিয়েছে, রবিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫৭৬৭, এর মধ্যে সিলেট জেলায় ৯৩৫৪, সুনামগঞ্জে ২৫২৬, হবিগঞ্জে ১৯৭৫ ও মৌলভীবাজার জেলায় ১৯১২ জন। তবে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৬জন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03