সব
প্রবাস ডেস্ক
Covid-19 এ আক্রান্তদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বৃহত্তর পাঁচপাড়া গ্লোবাল সোসাইটি ইউকে। সোমবার ১৫ ফেব্রুয়ারী জুম অ্যাপ ব্যবহার করে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ত্ব করেন শাহ মুনিম মুতাহির।
পাঁচপাড়া জামে মসজিদের ইমাম সাহেবের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং শাহ বরুজ্জামান বদরের সঞ্চালনায় বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বি মোহাম্মদ আলী মামন তালূকদার, উপদেষ্ঠা পরিষদের মধ্যে মো. খালিছ মিয়া, শাহ মসুদ, শাহ খালিছ মিনার, শাহ আব্দুল ওয়াদুদ, শাহ শাহীদ আলী, শাহ ময়নুল হক জাহান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শাহ আব্দুস সোবহান মুছা, আবদুল মতিন, শাহ মান্না ছিদ্দিকী, শাহ আব্দুল খালিক মুজাহিদ, শাহ মাসুম কার্যকরী পরিষদের সহ-সভাপতি মো. ফারুক আহমদ সহ-সভাপতি মো. মফিজুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক শাহ আলমগীর, শাহ আমীর আলী সেলিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ আয়াজ তালুকদার, সহ-কোষাধ্যক্ষ নোমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিপন আহমদ, প্রচার সম্পাদক শাহ শামীম আহমদ, সহ-প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক শাহ তোফাজ্জল আলী ও শাহ জুনেল।
দোয়া মাহফিলে Covid-19 -এর সংক্রামণ সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন শাহ আমীর আলী সেলিম। নোমান চৌধুরী নেতৃত্বে নাসিদ পরিবেশন করেন আহবান শিল্পী গোষ্ঠী। বিশ্ব মানব গোষ্ঠীর জন্য কিডমাহ একাডেমির (Stadford) খতিব মাওলানা নাজিম উদ্দিনের মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত হয়ে আয়োজনকে সুন্দর ও স্বার্থক করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ জুলফিকার জামান বদর ও কোষাধ্যক্ষ মো. আয়াছ। বিজ্ঞপ্তি
Developed by:
Helpline : +88 01712 88 65 03