সব
স্বদেশ বিদেশ ডট কম
রাজধানীর কেরানীগঞ্জে একটি তিনতলা ভবন ধসে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কেরানীগঞ্জের পূর্বাচল খেলার মাঠের পাশের এই ৩ তলা ভবন ধসে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা লিমা খানম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এরইমধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
উদ্ধার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো বলে জানান তিনি।
Developed by:
Helpline : +88 01712 88 65 03