সব
স্বদেশ বিদেশ ডট কম
ইঞ্জিনে আগুন জ্বলছে। একে একে খসে পড়ছে অংশ বিশেষ। ভেতরে যাত্রীদের গগন বিদারী চিৎকার। তবু ইউনাইটেড এয়ারলাইনসের একটি প্লেন নিরাপদে অবতরণ করে বিস্ময়ের জন্ম দিয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, কলোরাডোর ডেনভারে শনিবার প্লেনটি এভাবে জরুরি অবতরণ করে। এ সময় নিচের একটি এলাকায় খসে পড়ে ইঞ্জিনের ধ্বংসাবশেষ। অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি।
প্রতিবেদনে বলা হয়েছে, কোনো যাত্রীই আহত হননি।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হয়েছে, আকাশে ওড়ার কিছুক্ষণ পর বোয়িং ৭৭৭-২০০ আকাশযানের ডানদিকের ইঞ্জিনে বিস্ফোরণ হয়।
প্লেনটিতে ২৩১ জন যাত্রীর পাশাপাশি ১০ জন ক্রু ছিলেন। যাত্রীদের পরে অন্য একটি প্লেনে গন্তব্যে পাঠানো হয়।
ডেভিড নামের এক ব্যক্তি প্লেনটিতে ছিলেন। নতুন জীবন পাওয়ার পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ভয়ংকরভাবে প্লেন কাঁপতে শুরু করে। মনে হচ্ছিল আমরা নিচে পড়ে যাচ্ছি। ভেবেছি এই বুঝে মরে গেলাম।’
তিনি জানান, পাইলট বিপদের ঘোষণা দেয়ার পর অনেক যাত্রী চিৎকার করে কাঁদতে থাকেন। অনেকে মেঝেতে শুয়ে পড়ার চেষ্টা করেন।
অবতরণ স্থলের মানুষেরাও ঘটনার আকস্মিকতায় চমকে যান। তারা বিকট শব্দ শুনে এগিয়ে আসেন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03