সব
স্বদেশ বিদেশ ডেস্ক
২১শে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গতকাল ২১,০২,২০২১ বিকেল ৩টায় কিশোরগন্জ জেলার ভৈরব উপজেলায় মেঘনা নদী সংলগ্ন পথফুল পাঠশালায় WAFIA TRUST এর উদ্যোগে প্রায় ৭৫ জন শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী খাতা, কলম ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
এসময় স্কুলের শিক্ষক সামিম রহমান জয় ও WAFIA TRUST এর পক্ষে মোঃসরফরাজ খান শান্ত, সাইফুল, সোহাগ, আহসান হাবিব, হাসযা উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রম শেষে ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শিক্ষা সামগ্রী হাতে পেয়ে শিশুরা অনেক খুশি হয় এবং স্কুলের শিক্ষক এধরণের মহতি উদ্যোগের সাধুবাদ জানান।
Developed by:
Helpline : +88 01712 88 65 03