সব
স্বদেশ বিদেশ ডট কম
করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। তাই রাজধানীসহ সারা দেশে আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের যেকোনো কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে ঘরোয়াভাবে করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের। মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এই নির্দেশনা দেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব অফিস ও কারখানায় অর্ধেক জনবল দ্বারা পরিচালনা এবং উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মানা, জনসমাগম সীমিত করার উপর গুরুত্বারোপ করেন। এসময় তিনি করোনার সংক্রমণ মোকাবেলায় সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।
Developed by:
Helpline : +88 01712 88 65 03