সব
স্বদেশ বিদেশ ডট কম
কয়েকদিন আগে অনেকটা নীরবেই ভারতে গেছেন সাকিব আল হাসান। করোনার হানায় তাকে থাকতে হয়েছে কোয়ারেন্টিনে। মাঠে নামার সুযোগ হয়নি তার।
একটানা ৭ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকার পর শনিবার মুক্ত হচ্ছেন অলরাউন্ডার সাকিব। কলকাতার জার্সিতে তাই প্রথমদিনের মতো অনুশীলন করলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
সাকিবের অনুশীলনের মুহূর্তের দুটি ছবি ব্যবহার করে ক্যাপশন খেলা হয়েছে, সে (সাকিব) যেখানে ফিল পায়, সেখানে ফিরেছে!
কলকাতার সহকারী কোচ অভিষেক নায়ার জানিয়েছেন, সদ্যই কোয়ারেন্টিন শেষ করেছেন সাকিব। গত ৫-৬ সপ্তাহ খেলার বাইরে ছিল। তবে আইপিএল শুরুর আগে তার নিজেকে প্রস্তুত করার ভালো সুযোগ থাকছে।
কলকাতা নাইট রাইডার্সের হয়েই নিজের আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার হয়ে খেলেন তিনি। সবশেষ আইপিএলের চতুর্দশ আসরের নিলাম থেকে সাকিবকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
Developed by:
Helpline : +88 01712 88 65 03