সব
স্বদেশ বিদেশ ডট কম
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তেলের ট্যাংক থেকে নুরুল ইসলাম (২২) নামের এক হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত ১টায় সীতাকুণ্ডের পন্থীছিলার বটতল এলাকার মেসার্স সীতাকুণ্ড পেট্রোলিয়াম রিফুয়েলিং স্টেশনে একটি তেলের ট্যাংকের পিছনের ক্যাবিনের সিট থেকে কম্বল পেঁচানো রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. নুরুল ইসলাম (২১) ফেনী সোনাগাজীর মহেশ্বর গ্রামের মো. বদিয়াল জামালের ছেলে। তিনি নগরের পাহাড়তলী থানার ফিরোজশাহ কলোনির কলাবাগানের মো. আলী লাইন রোড এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার সময় বটতল রিফুয়েলিং স্টেশন থেকে কিছুটা দূরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল তেলের ট্যাংক। কেউ নিতে আসছে না এবং কোনো চালকও নেই দেখে রিফুয়েলিং স্টেশনের কর্মচারিরা ট্যাংকটির জানালা দিয়ে ভিতরে উঁকি দিলে পিছনের ক্যাবিনে রক্তমাখা পা দেখতে পায়। পুরো শরীরে কম্বল পেঁচানো একটি লাশ দেখে থানায় খবর দেয়।
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল করিম বলেন, চালকের পেছনে কম্বলে মোড়ানো অবস্থায় তেলের ট্যাংকের হেলপারের মরদেহটি পাওয়া গেছে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। অবস্থা দেখে দুর্ঘটনায় মৃত্যু বলে আমরা ধারণা করছি। কিন্তু চালক ভয়ে মরদেহ ফেলে পালিয়েছে। তবে চালক দুর্ঘটনার পর থেকে ওই সহকারীর পরিবারের সাথে মোবাইলে যোগাযোগ রেখে যাচ্ছিল। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথেই মারা গেছে বলে সে পরিবারকে জানিয়েছে। চালককে পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
Developed by:
Helpline : +88 01712 88 65 03