সব
স্বদেশ বিদেশ ডট কম
দশ ঘণ্টার ও বেশি সময় ধরে জিম্মি হওয়া চারজন অবশেষে মুক্তি পেয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ইহুদিদের উপাসনালয় সিনাগগে একজন বন্দুকধারী দীর্ঘক্ষণ আটকে রাখে ৪ জনকে। পরে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানের মধ্য দিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার কালে বন্দুকযুদ্ধে বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার।
মার্কিন সাংবাদিকরা জানান, তারা ঘটনাস্থলে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছে। এর কিছুক্ষণ পর টুইট বার্তায় টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন, ‘সংকটের অবসান ঘটেছে। সব জিম্মি জীবিত এবং নিরাপদে আছেন’। নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ওই বন্দুকধারী নিহত হয়েছেন।
এ বিষয়ে টেক্সাসের কোলিভিল শহরের পুলিশ প্রধান মিশেল মিলার বলেন, বন্দুকধারী মারা গেছেন। কিন্তু তার মৃত্যু কীভাবে হল তা এখনোও নিশ্চিত করেননি তিনি। এফবিআই বলছে, তারা হামলাকারীর পরিচয় নিশ্চিত হলেও প্রকাশ করবে না।
এদিকে জিম্মির খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক দেখা দেয়। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রথম খবর পায় পুলিশ বিভাগ।
আন্তর্জাতিক সংবামাধ্যমগুলো জানিয়েছে, জিম্মিকারীর বোন পাকিস্তানের নাগরিক আফিয়া সিদ্দিকি একজন বিজ্ঞানী। তার মুক্তির দাবিতে উপাসনালয়ে জিম্মি পরিস্থিতি সৃষ্টি করে। আফগানিস্তানে মার্কিন সামরিক কর্মকর্তাদের ওপর হামলা জেরে ২০১০ সালে ৮৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিলো তাকে। বর্তমানে টেক্সাসের একটি কারাগারে সাজা ভোগ করছেন আফিয়া।
Developed by:
Helpline : +88 01712 88 65 03