সব
স্বদেশ বিদেশ ডট কম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। প্রায় চার মাস পর করোনায় মৃত্যু দেখলো এই মেডিকেল কলেজ হাসপাতাল।
সোমবার সকালে মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ইউনিটটিতে গত ২৮ ফেব্রুয়ারি সবশেষ এক শিশুর মৃত্যু হয়েছিলো।
ডা. মুন জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় নেত্রকোণার মোহাম্মদ খান (৭২) নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া আইসিইউতে চিকিৎসাধীন একজনসহ করোনা ইউনিটের ২৩ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮ জনের করোনা পজিটিভ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৯ জন। আর ওয়ান স্টপ ফ্লু কর্নারে সেবা নিয়েছেন ১০১ জন। এছাড়া করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন।
Developed by:
Helpline : +88 01712 88 65 03